Header Ads

The infamous Bangladeshi miscreants killed on the Indo Bangla border of Bongaon

লুকিয়ে থাকা লুক আউট জারি হওয়া  কুখ্যাত বাংলাদেশী দুস্কৃতি খুন বনগাঁ সীমান্তে ।যশোরের কোতয়ালি থানার ঘোজারহাটের শ্যামনগর এলাকার বাসিন্দা মর্কলেসুর রহমান (৪০) এর নামে বাংলাদেশ পুলিশ লুকআউট নোটিস জারি করে ।মাস ছয়েক আগে চোরাপথে সিমান্ত পেরিয়ে বনগাঁর বোয়ালদা এলাকায় বাড়ি ভাড়া করে আত্মগোপন করে ছিলো । ভারতে প্রবেশের পর মকলেসুর নিজের নাম বদলে নান্নুর মন্ডল নাম নিয়ে আধার কার্ড তৈরি করে টাকা দিয়ে । আত্মগোপন করে থাকলেও ফোনে বাংলাদেশে বসবাসরত স্ত্রী ও সন্তানের সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ ছিলো ।  চলতি মাসের ১৭ তারিখ থেকে  মকলেসুর ওরফে নান্নুর স্ত্রী লাভলি ইয়াসমিনের সঙ্গে আর কোনও যোগাযোগ না করায় সন্দেহ হয় লাভলির ।   পাশপোর্ট  ও ভিসা নিয়ে ভারতে এসে  বুধবার ও বৃহস্পতিবার বনগাঁ থানায় এসে তার স্বামীর বিষয়ে খোঁজ খবরও নেয় । শুক্রবার দুপুরে লাভলিকে বনগাঁ থানার পুলিশ ফোন করে বোয়ালদা এলাকা থেকে উদ্ধার হওয়া  পচা গলা মৃতদেহ দেখায় । এসময় লাভলি তার স্বামীর হাতের কাটা আঙুল দেখে মৃতদেহ চিন্হিত করে ।


No comments