Header Ads

দুর্নীতির অভিযোগ করায় তৃনমূল নেতার বাড়িতে চলল গুলি

পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ করায় তৃনমূল নেতার বাড়িতে রাতের অন্ধকারে গুলি করার অভিযোগ।

বাইরে তখন মুসল ধারে বৃষ্টি চারিদিক অন্ধকার বিদ্যুৎ না থাকার জন্য, রাতের খাওয়া দাওয়া করে তখন সবে শুতে যাবেন বনগাঁ টাংরা অঞ্চলের তৃনমূল নেতা সুজিত সমাজপতি তার বৌ বাচ্ছা নিয়ে ঠিক সেই সময় কানে ভেসে আসলো একটি আওয়াজ ঘরের ভেতর অনেক খোজা খুজির পরেও খুজে পাওয়া গেলনা আওয়াজের সুত্র্ ।  শনিবার সকালে ঘরের জানালার পর্দা সরিয়ে জানালা খুলতেই চোঁখে পরা জানালার কাঁচ ভাঙা এবং মাঝখান থেকে গোল হয়ে ফুটো হয়ে আছে।
সুজিত সমাজপতির অভিযোগ টাংরা পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে একটি গন ডেপুটেশান দিয়ে ছিল তারা তার জন্যই হয়তো দুস্কৃতিরা তাকে ভয় দেখানোর জন্য গুলি চালিয়েছে। প্রসঙ্গত টাংরা পঞ্চায়েতটি সিপিএমের দখলে।  ঘটনার কথা বনগাঁ থানায় যানানো হলে ঘটনাস্থলে পুলিশ এসে তদন্তে করে যান। এবং একটি লিখিত অভিযোগ যানান সুজিত সমাজপতি।
এই ঘটনার পর থেকে আতঙ্কিত সমাজপতি পরিবার। ঘটনার তদন্তে বনগাঁ থানা। ।

No comments